দুপচাঁচিয়া ধাপহাটে খর বোঝায় ট্রাক সহ ২ টি দোকান ঘর আগুনে বসিভূত

33

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া ধাপহাটে খর বোঝাই ট্রাক সহ ২ টি দোকান ঘর আগুনে বসিভূত। ৩ রা ডিসেম্বর রবিবার বিকেল সোয়া পাঁচটায় দুপচাঁচিয়া হতে মোলামগাড়ী রোডের উদ্দেশ্যে একটি খর বোঝায় ট্রাক যার রেজিঃনং- বগুড়া- ড-১১০৫-৯৯ রওনা দিলে মেইল বাসস্ট্যান্ড এলাকা পথিমধ্যে মাঝিপাড়া নামক স্থানে ট্র্যাক টি শর্ট সার্কিট হওয়ায় খরে আগুন লেগে যায়। ওই এলাকার লোকজন আগুন আগুন বলে হইচই শুরু করলে ড্রাইভার তার সাহসিকতায় গাড়িটি খুব দ্রুত ডাব হাটি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তিনি আহত হন এবং পুড়ো গাড়িটি রাস্তার পাশে খাবার হোটেলে ঘরে সঙ্গে থেমে গেলে আগুন ক্রমান্বয়ে বিস্তার লাভ করে।ওই সময় আওয়ামী লীগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার কর্মীবাহিনী সহ স্বেচ্ছাসেব সঙ্গে নিয়ে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়,তাৎক্ষণিক দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী স্যারকে অবহিত করলে তিনি দুপচাঁচিয়া ও আদমদিঘী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসে খবর দিলে দুই থানার ফায়ার সার্ভিসের দু’ টি ইউনিটের কর্মীরা খুব দ্রুত এসে প্রায় ২ ঘন্টায় সময় ধরে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় উপস্থিত ছিলেন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, সহকারী কমিশনার( ভূমি)লিজা আক্তার বিথী,ফায়ার সার্ভিসের কর্মকর্তা খবির উদ্দিন,থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার সহ সেচছাসেবক কর্মীরা।