দুপচাঁচিয়া জিয়ানগর এলাকায় সীমানার জায়গা নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

40

দুপচাঁচিয়া (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া জিয়ানগর এলাকায় সীমানার জায়গা নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৫ডিসেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটায় দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর ইউনিয়নে বাঁকপাল গ্রামের মৃত-মোসম মন্ডল এর ছেলে আব্দুল হাকিমের সঙ্গে প্রতিপক্ষ বেলাল হোসেনের সঙ্গে বাড়ির রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে আব্দুল হাকিম(৬০) কে প্রতিপক্ষ বেলাল হোসেনের লোকজন লাঠি দিয়ে ঘারে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়লে তার বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ঘটনার স্থলে উপস্থিত হয়ে আব্দুল হাকিমকে তাৎক্ষণিকভাবে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশ বেলাল হোসেনের স্ত্রী জোসনা বেগমকে থানায় জিজ্ঞাসাবাদ এর জন্য নিয়ে যাওয়া হয় । উক্ত বেলাল হোসেন একই গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপচাঁচিয়া থানায় মামলা প্রস্তুতি চলছিলো।