দুপচাঁচিয়ায় জুয়ার বিরুদ্ধে কঠোর ভাবে দমন করার লক্ষ্যে অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার

51

উজ্জল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় জুয়ার বিরুদ্ধে কঠোর ভাবে দমন করার লক্ষ্যে অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার। ১৮ডিসেম্বর
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) সনাতন চন্দ্র সরকার এর সঠিক দিক-নির্দেশনায় থানার অফিসার এস আই সজীবের নেতৃত্বে এ এস আই নয়েন কৃষ্ণ সঙ্গীও ফোর্স সহ দুপচাঁচিয়া থানাধীন চামরুল ইউনিয়নের সিংগাইর নামক স্হানে বাগানের মধ্যে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদী সহ ১১ জনকে গ্রেফতার করে। গ্রেপ্তার কৃত জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার-পাঁচুইল গ্রামের মৃত- ময়না আকন্দর ছেলে আলম আকন্দ(৫০),কালাই থানার-চর বাকরা দক্ষিণ পাড়া গ্রামের মৃত- আকিমুদ্দিনের ছেলে শহিদুল ইসলাম(৪৬),ক্ষেতলাল থানার- খাটরা পাড়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে জাহাঙ্গীর আলম(৪৫),কালাই থানার- নিমের পাড়া গ্রামের লজের আলি ফকিরের ছেলে রেজাউল করিম(৪০),কালাই থানার-ধাপ শিটকা গ্রামের মৃত-দলিলউদ্দিনের ছেলে হাসমত আলী(৫০),কালাই থানার-মাধাই দক্ষিণপাড়া গ্রামের মৃত-মোজাম্মেল হকের ছেলে মোকারম হোসেন(৫০),
ক্ষেতলাল থানার-দৌলতপুর উত্তর পাড়া গ্রামের মৃত-আঃগনি
সরকারের ছেলে বাচ্চু সরকার(৫৩),এরপর বগুড়া জেলার শিবগঞ্জ থানার-দেহড়াপাড়া- গ্রামের মৃত-ছয়মুদ্দিনের ছেলে
শাহাদত হোসেন(৬৫),কাহালু
থানার-দুর্গাপুর মন্ডলপাড়া- গ্রামের জামালের ছেলে দুলাল
হোসেন(৩৮),শিবগঞ্জ থানার –
চর পাকুড়িয়া হাজীপাড়া গ্রামের
মোকসেদ আলী মন্ডল এর ছেলে ফরিদ মন্ডল(৩৫),সর্বশেষ দুপচাঁচিয়া থানার- চামরুল ইউনিয়নে সাখিদারপাড়া গ্রামের
মোসলেম উদ্দিন সাখিদারের ছেলে জাহাঙ্গীর আলম সাখিদার(৩৩),
১৯ ডিসেম্বর মঙ্গলবার সকল আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালে ১১ ধারায় প্রকাশ্যে জুয়াখেলা আইনে মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।