নন্দীগ্রামে শীর্ষ মাদক কারবারিসহ মুর্তি প্রতারক গ্রেফতার

39

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি ফজলুর রহমান (৪৬) ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্টমূলে মুর্তি প্রতারক আয়েত আলীকে (৫৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। মাদক কারবারি ফজলুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে উপজেলার কুন্দারহাট তেঘরী মন্ডলপাড়ার মৃত রহিম উদ্দিন মন্ডলের ছেলে। মুর্তি প্রতারক চক্রের সদস্য আয়েত আলী উপজেলার নাগরকান্দি এলাকার সাদের আলীর ছেলে।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী জানান, তেঘরী গ্রামের রাস্তার ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য হেরোইনসহ অবস্থান করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ও সহায়তায় মাদক কারবারি ফজলুরকে গ্রেফতার করা হয়েছে। তার দেহ তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো ৩৮ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।