দুপচাঁচিয়ায় পুলিশ ও র‍্যাব-১২ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৭ সদস্যকে গ্রেপ্তার করে

44

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশ ও র‍্যাব ১২ অভিযান চালিয়ে ৭ সদস্য গ্রেপ্তার করে। সোমবার ২৫ ডিসেম্বর দুপচাঁচিয়া থানাধীন চৌমুহনী বাজার থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে মোটা অংকের টাকা চাঁদাবাজির হুমকি দেওয়ায় ৪ জনকে গ্রেপ্তার করে বগুড়ার র‍্যাব-১২ এর একটি টিম। গ্রেপ্তারকৃত ৪ জন বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন (আশুঞ্জা)বানিয়াদীঘি এলাকার
নবাব আলীর ছেলে সোহেল প্রাং(২৪).তার ভাই রবিউল প্রাং(২৫),একই এলাকার আব্দুর রশিদের ছেলে ইউসুফ আলী(২৭), ও বুলু প্রাং-এর ছেলে জনি(৩৭) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোপালপুর নয়াপাড়া গ্রামের মৃত -আব্দুল ফকিরের ছেলে মনোয়ার হোসেন
বাদল(২৯),আসামীদের কাছ থেকে বৈদ্যুতিক মিটার,৫ টি মোবাইল সেট সহ বেশ কিছু যন্ত্রপাতির উদ্ধার করে। উল্লেখ্য র্যাবের সূত্র থেকে জানা যায় যে ২৩ শে ডিসেম্বর বিকেলে (আশুঞ্জা) বানিয়াদীঘি এলাকার রফিকুল ইসলাম এর কাছ থেকে আসামীরা মোটা অংকের টাকার চাঁদার দাবি করে মোবাইলে হুমকি দেয় এই বলে সে যদি টাকা না দেয় তাহলে তাহার নিজস্ব পুকুরের সম্পূর্ণ মাছ বিষ দিয়ে মেরে ফেলবে। ভুক্তভোগী রফিকুল দুপচাঁচিয়া থানায় ২৩শে ডিসেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেন,
অভিযোগটি পাওয়ার পর বগুড়া র‍্যাব- ১২ এর একটি চৌকস টিম
অভিযানে নেমে তাদেরকে ৪ জনকে গ্রেপ্তার করে।এরপর বগুড়া র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মীর মুনির হোসেন জানান,গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরির কাজে সম্পৃক্ত,তাহারা ফোন ও চিরকুট লিখে গ্রামের নিরীহ মানুষদের উপর চাঁদার দাবি করেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়। এছাড়াও নাশকতা মামলার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পৌর-এলাকার মাস্টার পাড়া মহল্লার মোকছেদুল আলম এর ছেলে ওয়ালিউল ইসলাম(৪৩),এবং অস্ত্র মামলার আসামী চক-সুখানগাড়ী এলাকার আলিম উদ্দিন পচার ছেলে আনোয়ার হোসেন সাগর সহ ২জনকে গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ। ২৬ ডিসেম্বর সকল আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।