দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১জুয়ারী সহ১৪ জন গ্রেপ্তার

33

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১ জুয়ারী সহ ১৪ জন গ্রেপ্তার। ৩ রা জানুয়ারি বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল টিম দুপচাঁচিয়া থানাধীন গুনাহার ইউনিয়নে বেলহট্টি কবরস্হানের পাশে একটি পরিত্যক্ত বাগানে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদি সহ ১১ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিরা হলো দুপচাঁচিয়া থানাধীন পুকুর গাছা গ্রামের আফতাব হোসেন এর ছেলে আকরাম হোসেন(৩৮),মৃত- আব্দুস সাত্তার এর ছেলে আব্দুস সালাম(৪৮),আব্দুর রহমান এর ছেলে তারাকুল ইসলাম তারাকুল ইসলাম(৪৫),মৃত আনসার আলী এর ছেলে আনোয়ার হোসেন(৩৪),মৃত আফতাব ফকিরের ছেলে জুয়েল ফকির(২১),সিংগা গ্রামের আক্কাস মন্ডলের ছেলে ইউনুস মন্ডল(৩৫),মৃত আছাম উদ্দিন এর ছেলে আবু মুসা(৩০),সরম গ্রামের মৃত গানা উদ্দিন মন্ডলের ছেলে এমদাদুল হক(৪০),করমজি গ্রামের জয়নাল উদ্দিন এর ছেলে রাহিন উদ্দিন(২৮),আলা উদ্দিন প্রামানিকের ছেলে মিল্টন প্রামাণিক(৩০),এদের সকলের জেলা বগুড়া।এবারে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার দেবীশাউল গ্রামের বাবলু সাকিদারের ছেলে খাইরুল ইসলাম(৩৩)। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত হলো ১৫১ধারায় নয়ামেঘা গ্রামের পিন্টু ফকিরের ছেলে আশরাফুল ইসলাম(২৩),জিয়ার মামলার আসামি মৃত মোবারক মন্ডলের ছেলে নুরু মন্ডল, সিআর মামলার আসামি আব্দুল গোফফার প্রামানিকের ছেলে আব্দুল জলিল প্রামানিক। ৪ ঠা জানুয়ারি বৃহস্পতিবার জুয়ারু আসামিদের বিরুদ্ধে ১৮৬৭সালে ১১ ধারায় প্রকাশ্যে জুয়া খেলা আইনে মামলা রুজু করে তৎসহ অন্য আসামিদেরকেও বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।