দুপচাঁচিয়ায় ওয়ালটন প্লাজা হতে কিস্তিক্রেতাকে সুরক্ষা সহায়তা প্রদান

46

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
ওয়ালটন কিস্তিক্রেতা সুরক্ষা নীতির সহায়তা পেলেন দুপচাঁচিয়া পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার সাধনা রানী সাহা। গত ৪জানুয়ারি বৃহস্পতিবার ওয়ালটন প্লাজা দুপচাঁচিয়া শাখার পক্ষ থেকে এ সুরক্ষা সহায়তা প্রদান করেন ওয়ালটনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার(এসি ডিপার্টমেন্ট) সোহরাবুল হাবিব। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা দুপচাঁচিয়া শাখা ব্যবস্থাপক আনিছুর রহমান, দাদিমা ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী হাফিজুল ইসলাম সহ ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গতঃ ওয়ালটন প্লাজা দুপচাঁচিয়া শাখা হতে সাধনা রানী সাহা ৪৪হাজার ৩৩১টাকা মূল্যে কিস্তিতে একটি এলইডি টিভি ও একটি রাইচ কুকার ক্রয় করেন। সাধনা রানী ক্রয় করার পর প্রথম কিস্তি ৩ হাজার ৫৫০টাকা পরিশোধ করেন এবং ওয়ালটন প্লাজা হতে সুরক্ষা কার্ড পান। হঠাৎ তার স্বামী দুলাল চন্দ্র সাহা মারা যান। ওয়াল্টন প্লাজা কতৃক কিস্তিক্রেতা সুরক্ষা নীতির আওতায় তার স্বামী মারা যাবার কারণে সাধনা রানী সাহাকে ২৫হাজার টাকার এ সহায়তা প্রদান করা হয়।