গাবতলীতে জাল ভোট প্রদানকালে পুলিশ সদস্য আটক

37

মুহাম্মাদ আবু মুসা
৭জানুয়ারী /২৪ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার গাবতলীতে জাল ভোট প্রদানকাল এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত পুলিশ সদস্য গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের অন্তর্গত চক ডঙর গ্রামের জাফর আলীর ছেলে জাহিদ হাসান তুহিন (৩৩)। জাল ভোট প্রদানকারী তুহিন ঢাকায় পুলিশ সিকিউরিটি সেলে কর্মরত রয়েছেন। তিনি ছুটিতে বাড়িতে আসলে রবিবার স্থানীয় ডঙর দৌলতুজ্জামান উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে যান। এ সময় জনৈক ব্যক্তি তার ভোটাধিকার প্রয়োগ করতে আসলে তার নামের সাথে গরমিল দেখা যায়। ফলে ভোট নেয়া দায়িত্বপ্রাপ্তরা তার সঠিক কাগজ এনে ভোট দিতে বলেন। এ সময় পুলিশ সদস্য জাহিদ হাসান তুহিন ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তার ভোট দিতে সহযোগি করতে চাপ দেন। এতে কোন কাজ না হলে পুলিশ সদস্য জাহিদ হাসান তুহিন পুলিশের পরিচয় দিয়ে ব্যালট পেপার সিল কেড়ে নিয়ে প্রকাশ্যে ভোট দিতে নেয়। তখন হট্টগোল সৃষ্টি হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হন এবং জাল ভোট প্রদানকারী পুলিশ সদস্য জাহিদ হাসান তুহিনকে আটক করে নিয়ে যান। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি ব্যস্ততার কথা বলে এ বিষয়ে পরে জানাবেন বলে জানিয়েছেন।