বগুড়া-৫ আসনে নৌকার প্রার্থী মজিবর রহমান মজনু জয়ী

38

দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু। রোববার (৭ জানুয়ারি) রাতে পাওয়া ফল অনুযায়ী এই আসনে মজিবর রহমান মজনু পেয়েছেন মোট এক লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম (মিনার প্রতীক) পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট। বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মজিবর রহমান মজনু বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে তিনি শেরপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন।

এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের মামুনার রশিদ (ডাব প্রতীক) ২ হাজাত ৪২৫ ভোট, বিএনএফ’র আলী আসলাম হোসেন রাসেল (টেলিভিশন প্রতীক) ২ হাজার ১৯১ ভোট, জাসদের রাসেল মাহমুদ (মশাল প্রতীক) এক হাজার ৬ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, বগুড়া- ৫ আসনে মোট ৩৯ দশমিক ৩৬ শতাংশ ভোট পড়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।।