বগুড়া -৩ আসনে মহাজোট প্রার্থীকে টপকিয়ে আ’ লীগের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে বাঁধনের বিজয়

27

উজ্জ্বল চক্রবর্তী শিশির
দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া-৩ আসনে মহাজোট প্রার্থীকে টপকিয়ে বাঁধনের জয়। ৭ জানুয়ারি সারাদেশ ন্যায় (দুপচাঁচিয়া-আদমদীঘি) উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের স্বতন্ত্র-প্রার্থী খান মোহাম্মদ সাইফুল্লাহ আলমেহেদী বাঁধন ট্রাক প্রতীক নিয়ে বর্তমান সরকারের মহাজোট প্রার্থী আলহাজ্ব এ্যাডঃনুরুল ইসলাম তালুকদারকে ৫৯,২২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন,বাঁধন ট্রাক প্রতীকে ৬৯,৭৫০ ভোট পেয়েছেন,তার নিকটতম আ’লীগের আরেক-স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার ২৩৮১৫, লাঙ্গল প্রতীকে বর্তমান মহাজোটের প্রার্থী আলহাজ্ব এ্যাড: নুরুল ইসলাম তালুকদার ১০,৫২৩,ভোট পেয়েছেন। এছাড়াও আফরীনা পারভীন বাংলাদেশ সুপ্রীমপার্টি-৪১০,আফজাল হোসেন- স্বতন্ত্র প্রার্থী- ফুলকপি প্রতীক-২২২৪,
আব্দুল মুত্তালেব-তৃনমুল বিএনপি-সোনালী আঁশ-২৩৯, আব্দুল মালেক সরকার- জাসদ- মশাল-৪২৫,
জাকারিয়া হোসেন- স্বতন্ত্র প্রার্থী- আলমারি-১৫৩৯,নজরুল ইসলাম- স্বতন্ত্রপ্রার্থী কেটলি-৫৭৩,তাজউদ্দীন
বাংলাদেশ কংগ্রেস-ডাব প্রতিক-২৬১৮,ফেরদৌস স্বাধীন ফিরোজ- স্বতন্ত্র-
ঈগল প্রতীক-২৪৬৫,রফিকুল
ইসলাম-জাতীয়তাবাদী আন্দোলন- নোংগর প্রতীক
=৪৯২। আদমদিঘী উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার=৪৩.০৬%, দুপচাঁচিয়া উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৩০.৯৪%, দুই’উপজেলার মোট ভোটার=৩,২৪,৪২৫ জন,মোট- ভোট কেন্দ্র =১১৭ টি