নকল স্বর্ণের মূর্তি বিক্রির প্রতারক সহ দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার

35

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
নকল স্বর্ণের মূর্তি বিক্রির প্রতারক সহ দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার। ২৮ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে জিয়ানগর ইউনিয়নের তালুচ পাঁচপীর বিজ্ঞান ও প্রযুক্তি বালিকা বিদ্যালয়ের নিকটবর্তী স্থান হতে গোপন সংবাদের ভিত্তিতে
দুপচাঁচিয়া থানা পুলিশ ছাতনি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন প্রামানিক(৫৩),অপরজন তালুচ পূর্বপাড়া গ্রামের মোকছেদ আলী প্রামানিক এর ছেলে হেলাল উদ্দিন প্রামানিক(৫০),উভয়ের থানার দুপচাঁচিয়া,জেলা বগুড়াদ্বয় কে নকল সোনালী রঙের গণেশ মূর্তি যার ওজন ১.৬( এক দশমিক ছয়) কেজি পরিমান সহ ২ জনকে গ্রেপ্তার করে। এছাড়াও দুপচাঁচিয়া সদরের সঞ্জয়পুর গ্রামের মোবারক আলী প্রাংএর ছেলে নাইম ইসলাম প্রাং ২৫০ পিস নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডল বিক্রয় করার সময় ভেলুরচক হতে গ্রেপ্তার করে।এবাদেও ফৌঃকাঃবিঃ১৫১ ধারায় আটগ্রাম নগরপাড়া গ্রামের বুলু প্রামাণিকের ছেলে আব্দুল আজিজ(২৫), ও আটগ্রাম সাহাপাড়ার শাজাহান আলী মন্ডলের ছেলে সুজন মন্ডল(২৬),কে ধাপেরহাট এলাকায় সন্দেহ ভাবে ঘোরাফেরার করায় ২ জনকে গ্রেপ্তার করে।
২৯ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকল আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।