দুপচাঁচিয়ায় বৈদ্যুতিক টাওয়ারের ৯ টি লোহার এ্যাঙ্গেল উদ্ধার সহ ৪ জন গ্রেপ্তার

51

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া( বগুড়া)প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় বৈদ্যুতিক টাওয়ারের ৯ টি লোহার এঙ্গেল উদ্ধার সহ ৪ জন গ্রেপ্তার।
২৯ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া
চান্দাইল কারিগর পাড়া এলাকা হইতে শাজাহান আলীর ছেলে জুয়েল(২৫),রমজান আলীর ছেলে নাঈম(২১), অপরজন জয়পুরহাট জেলার কালাই থানার ঘাটুরিয়া উত্তরপাড়া গ্রামের আছিমুদ্দিনের ছেলে
গোলাম মোস্তফা(৪৮)কে বৈদ্যুতিক টাওয়ারের মালামাল সহ গ্রেপ্তার করে।থানা সূত্রে জানা যায় যে,বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সম্প্রসারণের লক্ষ্যে ইন্ডিয়ার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের
সঙ্গে চুক্তিবদ্ধ হলে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান দুপচাঁচিয়া থানার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক টাওয়ারের কাজ শুরু করলে কোন এক টাওয়ারের লোহার এ্যাঙ্গেল চুরি হলে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান থানায় একটি অভিযোগ দায়ের করে,এর পরিপেক্ষিতে
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সনাতন চন্দ্র সরকারের দিক নির্দেশনায় থানার একটি চৌকস পুলিশের টিম চুরি যাওয়া বৈদ্যুতিক টাওয়ারের ৯ টি লোহার এ্যাঙ্গেল উদ্ধার সহ ৩ চোরকে গ্রেপ্তার করে। এছাড়াও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ক্ষেতলাল থানার পলিঞ্জ গ্রামের মন্তেজার রহমান মন্ডলের ছেলে নীরব হোসেন মন্ডল(৩১) দুপচাঁচিয়া থানাধীন চামরুল ইউনিয়নের বেরুঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আশেপাশে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করায় তাকে গ্রেপ্তার করে।
১ লা মার্চ শুক্রবার সকল আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।