দুপচাঁচিয়ায় সপ্তর্ষী সংঘের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপিত

36

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া সপ্তর্ষী সংঘের আয়োজনে সংঘের ৫০বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও সংঘের পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কর্তন, প্রীতি ক্রিকেট ম্যাচ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা। এ উপলক্ষে গত ২মার্চ শনিবার দুপুরে পুরাতন বাজার এলাকায় সংঘের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সংঘের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উৎপল কুমার বাগচীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীমা আক্তার মুক্তা, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, অধ্যক্ষ আবুল বাশার, ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সংঘের প্রতিষ্ঠাতা সদস্য মাকসুদুর রহমান মুকুল, সহসভাপতি আলহাজ্ব গাজিউর রহমান। সভা শেষে সংঘের সংঘের পক্ষ হতে অতিথিদের শুভেচ্ছা ক্রেস্ট ও সংঘের সপ্ত তারকাদের সম্মানা স্মারক এবং প্রীতি ক্রিকেট ম্যাচের বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর, রেজানুর তালুকদার রাজিব সহ সংঘের সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।