দুপচাঁচিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিপ্লব বেসরকারিভাবে নির্বাচিত

41

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
৬ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচন ২১মে মঙ্গলবার অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ানম্যান পদে দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব (মোটরসাইকেল) ৩৭হাজার ৫’শ ৪৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক প্রামানিক(আনারস) পেয়েছেন ২০হাজার ৪’শ ২৯ ভোট, ৭হাজার ১’শ ৫০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন উপজেলা আ’লীগের সদস্য মাহবুবা নাছরিন রূপা(কাপ পিরিচ)। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার(তালা) ২৭হাজার ৬’শ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আবু বক্কর সিদ্দিক আলম(টিউবওয়েল) পেয়েছেন ২৭হাজার ২’শ ৫৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আক্তার(হাঁস) ২৯হাজার ৪’শ ৭৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী খাতিজা আক্তার রিতা(প্রজাপতি) পেয়েছেন ১৯হাজার ৮’শ ৫১। এ উপজেলায় ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের মোট ভোটার ১লাখ ৫৬হাজার ৩’শ ৭১জন। এর মধ্যে পুরষ ভোটার ৭৮হাজার ১’শ ২৬, মহিলা ভোটার ৭৮হাজার ২’শ ৪৪জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। ভোট প্রদানের হার প্রায় সাড়ে ৪৩%।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি চেয়ারম্যান পদে আহম্মেদুর রহমান বিপ্লব(মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান পদে আমিনুর রহমান মহলদার(তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আক্তার (হাঁস) বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।