দুপচাঁচিয়া সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

25
  1. দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

    দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩মে বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ১কোটি ১৫লাখ ৮৫হাজার ২৪০ টাকার সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন, ইউপি সচিব গোলাম মোস্তফা, ইউপি সদস্য, মহিলা সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।