59

সজীব হাসান,, (আদমদীঘি) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুকে আদমদীঘিস্থ তাঁর বাসভবনে আজ বেলা দুই ঘটিকার সময় পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ফুলের তোরা, মালা দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।  আজ (২৩ মে) বৃহস্পতিবার আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুকে প্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং শিক্ষক ও কর্মচারীগণের পক্ষ ফুলের মালা এবং তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সহধর্মিণী আইপিজে পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক ও বগুড়া জেলা পরিষদ সদস্য মুনজু আরা বেগম, গভর্নিং বডির সদস্য ফেরদৌস হাসান ভোলা ও মোজাহার আলী উপস্থিত ছিলেন। আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদার, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বকুল, আবুল কালাম আজাদ, নূরে আলম, জোষ্ঠ প্রভাষক  আতাউর রহমান মিঠু, অনিত চন্দ্র পাল, আব্দুল লতিফ, নাজমা বেগম, প্রভাষক আমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, প্রাণ শাহা, শহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আজমল হোসেন, নাজমুল হক, বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক জসিম উদ্দিন, পারভীন আক্তার, সালমা আক্তার, জোলেখা বেগম, শিক্ষক তোফাজ্জল হোসেন তোতা, আব্দুর রশিদ আবদুল লতিফ, মামুন সরদার, আফরোজা বেগম, শিলা রাণী, নিলুফা আক্তারসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।