পদ্মার এক কাতলার দাম ৪৪৫৫০ টাকা!

119

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মায় জেলেদের জালে ২৭ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে, যা বিক্রি হয়েছে ৪৪ হাজার ৫৫০ টাকায়। গত সোমবার সকালে দৌলতদিয়া ৬ নং ফেরিঘাটের অদূরে জেলে গুরুপদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। গুরুপদ হালদার বলেন, গত সোমবার মধ্যরাতে কয়েকজন সহযোগী নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সেখানে অনেক সময় ধরে জাল ফেলে বসে থাকি। তেমন মাছ না পাওয়ায় সকালে মন খারাপ করে যখন চলে আসার জন্য জাল তুলতে থাকি, ঠিক তখনই জালে জোরে একটি ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে।
কিছু সময় নিয়ে জাল তুলে দেখি বড় একটি কাতলা মাছ। এত বড় মাছ পেয়ে তখন আমরা সবাই খুব খুশি হই। দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে দৌলতদিয়ার ছাইক্যা মোল্লার মৎস্য আড়ত থেকে মাছটি এক হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৫৫০ টাকা দিয়ে কিনেছি।
এ বিষয়ে গোয়ালন্দ জেলা মৎস্য কর্মকর্তা মো: জয়দেব পাল জানান, বর্তমানে পদ্মার পানি কমে যাওয়ায় যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির মাছ ধরা পড়ছে। যে কারণে ২৭ কেজি ওজনের মতো কাতলা মাছও হরহামেশাই ধরা পড়ছে বলে জানান তিনি।