করোনা টিকা নিলেন প্রেসিডেন্ট এরদোয়ান

112

আন্তর্জাতিক ডেস্ক

করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আঙ্কারা শহরের একটি হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।

চীনের তৈরি টিকা গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এরদোয়ান বলেন, ‘আমি টিকা নেওয়ার পর ভালো অনুভব করছি।

সাংবাদিকদের এরদোগান বলেন, ‘আমি মনে করি, বিশেষত সব রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যদের টিকা গ্রহণে উৎসাহ দেওয়া উচিত।’

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির সদস্যদেরও টিকা দেওয়া হয়েছে বলে জানান এরদোয়ান।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করে এরদোয়ান মহান আল্লাহর কাছে তাঁদের জন্য কল্যাণ প্রত্যাশা করেন এবং হাসপাতালে চিকিত্সাধীন রোগীদের দ্রুত রোগমুক্তি কামনা করেন।

তাছাড়া দেশজুড়ে ২ লাখ ৫০ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা প্রদানের কথাও জানান এরদোয়ান। করোনাকালের সম্মুখযোদ্ধা হিসেবে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত বৃহস্পতিবার থেকে তুরস্ক করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু করে। সর্বপ্রথম স্বাস্থ্যমন্ত্রী ফেহরেতিন কোকা টিকা গ্রহণ করেন।

গত ৩০ ডিসেম্বর চীনের সিনোভ্যাক বায়োটেকের ৩০ লাখ ডোজ করোনা টিকার প্রথম চালান তুরস্কে পৌঁছায়।

সূত্র: আনাদলু এজেন্স