বগুড়া সদরের নামুজা বন্দরে বসত বাড়ী ও দোকানে আগুন! ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা কর্তৃক নিয়ন্ত্রণে

164

ইমরানুল হকঃ বগুড়া সদরের ১১নং নামুজা ইউনিয়নের নামুজা বন্দরে বসত বাড়ী ও দোকানে আগুন! ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে। জানা যায়, ২১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে নামুজা বন্দরে অবস্থিত শ্রী শংকরের পুত্র শ্রী সজলের ‘মা ডিপার্টমেন্টাল ষ্টোর’ ও দোকান সংলগ্ন হিন্দু বসত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় জনতা আগুনের লেলিহান শিখা দেখে আগুন নেভানোর চেষ্টা করে এবং পার্শ্ববর্তী শিবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রনে আনে।

এবিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার জিলদার জানান, আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫লক্ষ টাকা, তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্যমতে কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানান। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অগ্নীকান্ডের ঘটনায় নামুজা বন্দরের ব্যাসায়ীদের মধ্য তাৎক্ষনিক উৎকন্ঠার সৃষ্টি হয়।