ইউনিয়নের আইনশৃংখলা রক্ষা ও সমস্যার দ্রুত সমাধানে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে

318

ইমরানুল হক, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন বিট এর উদ্যোগে ও জেলা পুলিশ, বগুড়ার আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, সারা দেশের ন্যায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়ন বিট অফিসারের এর জামুরহাট কার্যালয়ে ১৭ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত বিট অফিসার শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন রোধে, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের পাশাপাশি ইউনিয়নের সকল স্তরের জনধারণের সহযোগীতা ও পরামর্শ একান্ত ভাবে কামনা করেন। সেই সাথে এই ইউনিয়নের আইনশৃংখলা রক্ষা ও সমস্যার দ্রুত সমাধানে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিটের দায়িত্ব প্রাপ্ত এএসআই আফজাল হোসেন, ইউপি সচিব সিদ্দিকুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শ্রী সজল কুমার, ইউপি সদস্যা মোছাঃ বিউটি মনোয়ারা, মোছাঃ মজিদা বেগম, মোছাঃ শামসুন্নাহার প্রমূখ।