টিএমএসএস এর উদ্যোগে কর্মহীন দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

167

স্টাফ রিপোর্টার

আকতার মিতুলী ট্রাস্টের আর্থিক সহযোগীতায় ও টিএমএসএস এর বাস্তবায়নে আজ মঙ্গলবার বগুড়া শহরে পৃথক দুইটি স্থানে এক হাজার কর্মহীন দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বগুড়া পৌরসভার সূত্রাপুর বাদুড়তলা এলাকায় দুপুর ১২টায় টিএমএসএস (টিএমআইএফ)কমপ্লেক্সে উক্ত সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন শেখ হেলাল। উপস্থিত ছিলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ‘র শিক্ষক মোহাঃ হাসানাত আলী,টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আফরোজা বেগম, আজীবন সদস্য মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু,পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, পরিচালক মোঃ মাহবুবুর রহমান,পরিচালক মোহাম্মদ আলী মিঠু,সহকারী পরিচালক মোঃ আব্দুল মোতালেব প্রমূখ। এখানে পাঁচ শত পরিবারের মাঝে ১০কেজি চাল, ২কেজি সেমাই , ২কেজি চিনি,১কেজি তেল, ১কেজি মুড়ি, ৫০০ গ্রাম খেজুর,৩টি বল সাবান, ১টি গায়ে মাখা সাবান,১টি শাড়ী,১টি লুঙ্গি, ১টি মিষ্টি লাউ বিতরণ করা হয়। একই দিনে দুপুর ১টায় শহরের নবাববাড়ীতে টিএমএসএস মহিলা মার্কেটে অনুরুপ ভাবে পাঁচ শত কর্মহীন দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু। উপস্থিত ছিলেন উল্লেখিত অতিথি ছাড়াও টিএমএসএস এর উপদেষ্টা মোঃ ইজার উদ্দিন,উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খানসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য বুধবার কানছগাড়ী বনানী টিএমএসএস অফিসের সামনে কর্মহীন দুর্দশাগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।