ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৭

159

অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ১০ শিশুসহ ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

এখন পর্যন্ত হামলায় ১৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৩০। রবিবার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘাত শুরুর পর থেকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখল ফিলিস্তিন।

সোমবার গাজার বেশ কিছু এলাকায় ৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জবাবে আরো জোরালো হামলা শুরু হয়েছে। গাজার বাসিন্দাদের ঘরবাড়ি, হামাসের প্রশিক্ষণ কেন্দ্র, গণমাধ্যমের ভবন কোন কিছুই বাদ পড়ছে না ইসরায়েলের হামলা থেকে।

এদিকে ইসরায়েল বলছে গত এক সপ্তাহে ৩ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন। জেরুজালেমের উত্তরাঞ্চলে জিভাভ জেভ এলাকায় নবনির্মিত একটি ইহুদি উপসনালয়ের বসার আসন ভেঙে অন্তত দুইজন নিহত হয়েছেন।