বগুড়া ডিবি পুলিশের অভিযানে চোরাই মোবাইল ও ইয়াবা সহ ৬ জন আটক

252

স্টাফ রিপোর্টার

বগুড়া ডিবির পৃথক পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিভিন্ন কোম্পানির ১৫ টি চোরাই মোবাইল ফোন এবং চোরাইকৃত মোবাইল বিক্রয়ের নগদ ৬,৫০০/-টাকা ও ১৩০(একশত ত্রিশ) পিস মাদকদ্রব্য Tapentadol Tablet সহ ০৪ চোরাকারবারী ও ০২ মাদক ব্যবসায়ীসহ সর্বমোট 0৬জন গ্রেফতার।

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি,বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই মোঃ মজিবর রহমান বিপিএম, এসআই মোঃ আরিফুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বগুড়া ডিবির একটি টিম ইং ১৬/০৪/২০২১ তারিখ ১৭.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ০১ নং রেলগুন্টি সেলিম হোটেলের পশ্চিম পার্শ্ব রেলওয়ে হর্কাস মার্কেটের সংলগ্ন সোনালী বিজ ভান্ডারের সামনে হইতে বিভিন্ন কোম্পানীর ১৫(পনের) টি চোরাই মোবাইল ফোন সহ আসামী ১। মোঃ বাধন হোসেন (২৮) (ভাসমান) পিতা মোঃ আব্দুল এলাহি, সাং-জহুরুল নগর (শৈলানপাড়া) থানা- বগুড়া সদর, ২। মোঃ রনজু শেখ (২৮), পিতা- মৃত ফরিদুল ইসলাম শেখ, সাং-পাঁচ আনা, থানা- শেরপুর, বর্তমান : গ্রাম বগুড়া সদর (কচিকন্ঠ স্কুলের পশ্চিম পাশে জনৈক মোছাঃ পারুল বেগম
এর বাসার ভাড়াটিয়া) থানা- বগুড়া সদর,৩। মোঃ সেলিম হোসেন (২৯), পিতা- মোঃ তসলিম উদ্দিন, সাং চক সূত্রাপুর (কচিকণ্ঠ স্কুলের উত্তর পার্শ্বে) থানা বগুড়া সদর, জেলা বগুড়া, ৪। নর উত্তম শাহা (৩৫) পিতা শ্রী নন্দন সাহা, সাং-সাহাপাড়া, থানা সাদুল্ল্যাহপুর, জেলা গাইবান্ধা এপি/নামাজগড় মদিনা পোন্টিফাম রোডে জনৈক শাহাদত এর বাসার ভাড়াটিয়া, থানা বগুড়া সদর জেলা বগুড়াদেরকে গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও বগুড়া ডিবির অপর একটি অভিযানে একই তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় বগুড়া শাজাহানপুর থানাধীন পৌরসভাস্থ বনানী টু সাতমাথা রোডে হাসান মটরস্ এর সামনে হইতে ১৩০ (একশত ত্রিশ) পিচ মাদক দ্রব্য Tapentadol Tablet সহ আসামী ১। মোঃ জুলফিকার আলম (৩৫) পিতা মোঃ মনজুর আলম, সাং-লতিফপুর কলোনী, থানা বগুড়া সদর জেলা বগুড়া এবং ২। মোঃ আরমান হোসেন (২৪) পিতা মোঃ আমির হোসেন, সাং-খালিশপুর হাউজিং, থানা খালিশপুর, জেলা কেএমপি খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।