মহাস্থান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আর্থিক জরিমানা

222

মিজানুর রহমান, শিবগঞ্জ, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের মহাস্থান বাজারে চড়া দামে পণ্য বিক্রি, পণ্যের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ না মুদ্রিত থাকায় হাবিব স্টোর ও সুলতান স্টোর নামের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট ৩০০০ টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, ২ জুন বুধবার বেলা ১২ টায় মহাস্থান বাজারে দোকান গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী হাবিব স্টোর এ ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়৷ সেই সাথে পার্শ্বের সুলতান স্টোরে একই অভিযোগে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শিবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যবৃন্দ।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এ প্রতিষ্ঠান দুইটিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।