আদমদীঘিতে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়ি গ্রেফতার

388

বগুড়ার আদমদীঘিতে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (২০ জুন) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের করজবাড়ী গ্রামে সাদ্দাম হোসেনের বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির সদর ইউনিয়নের করজবাড়ী গ্রামের সাদ্দাম হোসেন (২৬), সাহের আলী (৩৮), উজ্জল হোসেন (২৩), পিন্টু (৩৬), আতোয়ার হোসেন (৩৮), স্বপন মন্ডল (১৯), মুকুল হোসেন (৪০), দক্ষিণ গনিপুর গ্রামের এখলাছ আলী (৪৮), গোলাম মোস্তফা (৪২), তামিম (২৮) ও দেলোয়ার হোসেন (৪৮)।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গত রোববার দিবাগত রাতে আদমদীঘির সদর ইউনিয়নের করজবাড়ি গ্রামে সাদ্দাম হোসেনের বাড়ীতে অবৈধভাবে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাদ্দামের বাড়িতে অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার। তাদের কাছ থেকে নগদ ৮হাজার টাকা, ২ সেট তাস, চটের বস্তাসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃত আদালতে প্রেরণ করা হয়েছে।