বগুড়ায় ফুটপাত দখল ও স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনকে জরিমানা

256

বগুড়ায় স্বাস্থ্যবিধি না মানায় এবং অবৈধভাবে ফুটপাত দখল করায় একটি হোটেল ও দুটি দোকানের মালিক কে  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ জুন) সকালে শহরের সাতমাথা, কলোনী বাজার, ফুলতলা ও খান্দারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম জানান, অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী ফুলতলা বাজারে স্নেহা হোটেলকে ২ হাজার ও কলোনী বাজারে বাবলু স্টোরকে ২ হাজার এবং স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী মমিন চাল ঘরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা (এপিবিএন) উপস্থিত ছিলেন ।