ফকির আলমগীরকে রাজধানীর তালতলা কবরস্থানে দাফন

587

অনলাইন ডেস্ক
কেন্দ্রীয় শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

এর আগে তাঁকে খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও গার্ড অব অনার দেয়া হয়। ৭১ বছরের জীবনে মহান মুক্তিযুদ্ধসহ এদেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। দেশের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল পদচারণা ছিলো তার। বাদ জোহর তালতলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

প্রখ্যাত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭১ বছরের জীবনে মহান মুক্তিযুদ্ধসহ এদেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। দেশের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল পদচারণা ছিলো তার।