বিদায় সংবর্ধিত হলেও নতুনের আলোয় কর্মে অবদান রাখবেন এসপি আলী আশরাফ ভুঞা

324

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

মেঘে মেঘে বেলা হয়েছে বেশ। বেলা যতটায় বেড়েছে ততটায় বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা (বিপিএম বার) আইনশৃখলা রক্ষায় নিজেকে মেলে ধরেছেন। নিজের মেধা, মনন প্রজ্ঞা, আর যোগ্যতা দিয়ে জেলায় আইনশৃখলা সবসময় রেখেছেন শান্তিতে। শান্তির পরশ দিয়ে এবার তিনি চাকুরীর নিয়ম অনুুযায়ি বদলী জনিত বিদায় গ্রহণ করলেন।

বৃহস্পতিবার বিকালে বগুড়ার শতাব্দীর স্বাক্ষর আকবরিয়া লিমিটেডের পক্ষ হতে বিদায় সংবর্ধনা ও উপহার তুলে দেওয়া হয়।

শ্রাবণের এই মেঘ বৃষ্টির মত উদাসী ক্ষণে বিদায় নামের বেদনা বিধুর পর্বে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বগুড়া জেলা পুলিশ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে তাকে অন্যত্র দায়িত্ব পালনে যেতে হচ্ছে। বিদায় সংবর্ধনাকালে বগুড়া পুলিশ বিভাগের প্রধান হিসেবে সার্বিক দায়িত্ব পালনে নিরলস কর্মী ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এমন কথা বলেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। তিনি দায়িত্বের প্রতি ছিলেন কর্তব্যনিষ্ঠ এবং এ সুবাদে বগুড়ায় আইনশৃখলা ছিল সবসময় শান্ত। তার সুশাসন স্মৃতিপটে চির ভাস্বর হয়ে বিরাজ করবে। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার উদ্যোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বগুড়ায় পরিক্ষামূলকভাবে সাইবার পুলিশের কার্যক্রম শুরু হয়। শুরুতেই ব্যাপক সাড়া ফেলায় ২০১৯ সালের ২৪ জানুয়ারী রাজশাহী রেঞ্জের তৎকালীন ডিআইজি এম খুরশীদ হোসেন বগুড়ায় এসে পুলিশ সুপারের কার্যালয়ে সাইবার পুলিশ বগুড়ার ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর হতে এ পর্যন্ত জেলার অসংখ্য নারী-পুরুষ সুবিধা ভোগ করে। অনেকের হতাশা, চোখের জল মোছাতে সহযোগিতা করেন সাইবার পুলিশ বগুড়ার ইউনিট।

এসময় উপস্হিত ছিলেন আকবরিয়া লিমিটেডের এইচআর এডমিন রুমানা আক্তার মেডোরা, এজিএম শামীম তালুকদারসহ প্রমুখ।