যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী আদমদীঘির আনছার আলীর ইন্তেকাল

133

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী সান্তাহার কলসা সোনারপাড়ার শহীদ বাদেশ আলীর ছেলে আনছার আলী রক্তশূন্যতা ও কিডনি রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর ৪টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি——রাজিউন)। তার বয়স হয়েচিল ৬৩ বছর।  মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে নাতি নাতনি ভাইসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। ওইদিন বাদযোহর বাজার ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ২০১৮ সালে বগুড়া-৩-এর বিএনপির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ অপরাধ ট্রাইব্যুনাল মামলায় মরহুম আনছার আলী স্বাক্ষী হিসাবে ছিলেন বলে পারিবারিক সুত্রে জানাযায়।