২০২৪ সালে আমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: ট্রাম্প

143

অনলাইন ডেস্ক

নির্বাচনের ভূত এখনও মাথা থেকে নামেনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, আমি ধারণাই করতে পারছি না, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের বাছাইপর্বে আমাকে কেউ হারাতে পারবেন।

সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন– নিজের কর্মদক্ষতা বিবেচনা করলে তিনি ছাড়া অন্য কেউ আগামী নির্বাচনে জয়ী হতে পারবেন বলে তিনি মনে করেন না।

রিপাবলিকান পার্টির জন্য ভালো কাজ করেছেন বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতি ছিল তার সময়ে। দেশের ভিত্তি এমনই মজবুত হয়েছে যে, অন্য কোনো দেশ এমন করার চিন্তাও করতে পারবে না।

ক্ষমতা থেকে চলে যাওয়ার ৪০ দিন পর ২৮ ফেব্রুয়ারি ফ্লোরিডার অরল্যান্ডোতে রক্ষণশীলদের সমাবেশে দেওয়া বক্তৃতায় ট্রাম্প নজিরবিহীনভাবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন।

ট্রাম্প শুধু ডেমোক্র্যাট প্রেসিডেন্টকেই সমালোচনা করে ক্ষান্ত হননি, তিনি রিপাবলিকান পার্টিতে তার বিরোধিতা করেছেন—এমন লোকজনের সঙ্গ ত্যাগ করার জন্য দলীয় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।