জাতীয় শ্রমিক লীগ এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পালন করেছে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা কমিটি।
সোমবার সন্ধায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার নেতৃবৃন্দ পালন করেন প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন। মালয়েশিয়াতে করোনাভাইরাস এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করেন বক্তারা। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন টবলু, সহ সভাপতি আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক গোলাম মোরশেদ, দপ্তর সম্পাদক বাপ্পি কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক জীদুল ইসলাম। বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ তার অাদর্শ বাস্তবায়নে কাজ করছে এবং তা আরও বেগবান হবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।
এসময় জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন অনেকে।