বুড়িগঞ্জে স্বামীর জমাকৃত টাকা নিয়ে স্ত্রী উধাও: থানায় জিডি

197

———————-
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে স্বামীর জমাকৃত টাকা নিয়ে দিনে-দুপুরে স্ত্রী উধাও: থানায় জিডি করা হয়েছে। জানা যায়, বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলি পঞ্চদাস গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী মোছাঃ জিন্নাতুন নেছ্ গত শুক্রবার সকাল ১০টায় বাড়ীতে কেউ না থাকার সুবাদে বাড়ী থেকে কাউকে কিছু না বলে স্বামীর রক্ষিত (৮৫) হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, দামী কাপড় ও ছোট ছেলে সাদিক (৮) কে সঙ্গে নিয়ে উধাও হয়। এর পর জহুরুল তার শ্বশুর বাড়ী কাহালু উপজেলার কালাই ইউনিয়নের থিওট গ্রাম-সহ বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করে তার স্ত্রী ও সন্তানের কোন সন্ধান পায়নি বলে জানায়। এ ঘটনায় গত ১৪ অক্টোবর শিবগঞ্জ থানায় একটি জিডি করা হয়। জিডি নং-৬৭৯/২০২০। উক্ত ঘটনায় এলাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।১৮/১০/২০২০