বগুড়া মাটিডালিতে টিভিএস মোটরসাইকেল শোরুম উদ্বোধন

252

বগুড়ায় টিভিএস মোটরসাইকেল’ এম আর বাইক কর্নারের নতুন শোরুম উদ্বোধন হয়েছে।

বগুড়া সদর উপজেলার মাটিডালি সদর উপজেলা পরিষদের বিপরীতে মঙ্গলবার সন্ধায় দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়।

শতাধিক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এমআর বাইক কর্নারের উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।