বগুড়ায় পৈত্রিক সম্পত্তি রক্ষা ও হুমকি, ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

112

আবু সাঈদ হেলাল

পৈত্রিক সম্পত্তি রক্ষা ও অব্যাহতভাবে হুমকি ধামকির প্রতিবাদে ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার শিকারপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র বজলুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন শিকারপুর মৌজার ১৫০নং সিএস এ এসএ খতিয়ানের ২.১৭ একর জমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন আমরা ভোগ দখল করে আসছি। কিš ২০১২ সালে একই এলাকার হাবিবুর রহমান পাইকাড়, এমরান হোসেন পাইকাড়, দেলোয়ার হোসেন, আতিকুর রহমান পাইকাড় সহ আরো বেশ কয়েকজন ব্যক্তি কিছু জাল দলিল সৃষ্টি করে উক্ত সম্পত্তি নিজেদের বলে দাবি করে। এবং উক্ত সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করার জন্য একের পর এক চক্রান্ত করে জমি জোড়পুর্বক দখলের পায়ঁতারা করতে থাকে। এমতাব¯ায় উক্ত জমিতে কেউ যেন অনধিকার প্রবেশ করতে না পারে সেজন্য আমি আদালতের দার¯ হই এবং চির¯ায়ী নিষেধাজ্ঞার আবেদন করি। মহামান্য আদালত আমার আবেদন গ্রহন করে উক্ত সম্পত্তিত্বে আমি ও আমার ভাই বোনদের দখলে থাকার এবং বিবাদী পক্ষের লোকজনদেরকে উক্ত সম্পত্তিত্বে অনুপ্রবেশ করতে পারবে না মর্মে আদেশ দেন। কিš বিবাদী পক্ষ এ আদেশকে উপক্ষো করে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে ও হয়রানী করছে যেন আমরা এই সম্পত্তি ওদেরকে ছেড়ে দেই। এমতাব¯ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন মুহুর্তে আইনশৃংখলা পরি¯িতির অবনতির আশংকা করছি। তাই আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের পরিবারের নিরাপত্তা দাবি করছি।