এশিয়ান গেমসে ১৭ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ

121

খেলাধুলা ডেস্ক

আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে ১৭ ডিসিপ্লিনে দল পাঠাবে বাংলাশে। শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় এশিয়ান গেমসের জন্য ডিসিপ্লিন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

২০২২ সালের ১০ থেকে ২২ সেপ্টেম্বর চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা এশিয়ান গেমসের ১৯তম আসর। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নিয়েছিল ১২ ডিসিপ্লিনে।

সর্বশেষ এশিয়ান গেমসে যে ১২ ডিসিপ্লিনে অংশ নিয়েছিল বাংলাদেশ সেখান থেকে বাদ পড়েছে বিচ ভলিবল ও রোইং। অন্তর্ভূক্ত হয়েছে ক্রিকেট, তায়কোয়ানদো, রোলার স্কেটিং, জিমন্যাস্টিকস, কারাতে ও ফেন্সিং। এরমধ্যে তায়কোয়ানদো, কারাতে ও ফেন্সিং গত সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে যোগত্যাবলেই জায়গা করে নিয়েছে এশিয়ান গেমসে।

এশিয়ান গেমসে ১৭ ডিসিপ্লিন
সুইমিং, ফেন্সিং, কাবাডি, তায়কোয়ানদো, আরচারি, ফুটবল, কারাতে, ভারোত্তোলন, অ্যাথলেটিকস, গলফ, ব্রিজ, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, রোলার স্কেটিং, ক্রিকেট, হকি ও শুটিং।