বগুড়ার শেরপুরে হেলমেট না পরায় ১০ জনের জরিমানা

175

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনা রোধকল্পে এবং নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে ১ ফেব্রুয়ারি সোমবার বিভিন্ন সড়কে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কলেজ রোড, বনমরিচা, গোসাইবাড়ী, টুনিপাড়া এলাকাসহ বিভিন্ন সড়কে পরিচালিত মোবাইল কোর্টে মটর সাইকেল আটক করা হয়। এই সময় হেলমেট না পরায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ১০ আরোহীকে ২,৭০০/- টাকা জরিমানা করা হয়।
এসময় ইউএনও মটর সাইকেল আরোহীদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই নিরাপদ সড়ক চাই, অথচ ট্রাফিক আইন মেনে চলতে চাইনা- এটা হতে পারেনা। দুর্ঘটনা এড়াতে সবাইকে পরিবহন আইন মানতে হবে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।