অপরাধ দমনে”জিরো ট্রলারেন্স”নীতি অনুসরন;বিট পুলিশিং সমাবেশে সিনিয়র সহকারি পুলিশ সুপার

311

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ সন্ত্রাস মুক্ত সমাজ গড়ি-বিট পুলিশিং বাড়ি বাড়ি শ্লোগানকে সামনে রেখে দুপচাঁচিয়া পৌর এলাকার ৮নং বিট পুলিশিং এর আয়োজনে মাদক,জঙ্গিবাদ বাল্যবিবাহ,ইভটিজিং, চুরি ডাকাতি,সন্ত্রাস ও নারী নির্যাতন সহ সকল ধরনের অপরাধ দমনে জিরো ট্রলারেন্স নীতি অনুসরনে প্রতিশ্রতিবদ্ধ বিষয়ক সচেতনতামূলক পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয় । গতকাল ৩ ফেব্রয়ারী বুধবার বিকেল ৪ঘটিকায় দুপচাঁচিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠ প্রাঙ্গনে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে ও এসআই রাশেদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কেএইচএম এরশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা এম, সরওয়ার খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, প্রাক্তন শিক্ষক হারেজ উদ্দিন আহমেদ, থানার এসআই খায়রুল ইসলাম, এএসআই কমল চন্দ্র, পৌর কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোজাফ্ফর রহমান টিটু প্রমুখ।