বগুড়ার শেরপুরে দেশি মদ বিক্রির সময় ১৭০ লিটার মদসহ গ্রেফতার ১

270

মোঃ জাকির হোসেন শেরপুর বগুড়া প্রতিনিধি।

বগুড়ার শেরপুরে বিশেষ অভিযানে ১৭০ লিটার দেশি মদ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

বগুড়ায় রেকটিফাইড স্পিরিট খেয়ে পরপর ১৪ জনের মৃত্যুর পর নড়ে উঠেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের নেতৃত্বে শেরপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ ফেব্রুয়ারি আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার সময় শেরপুর সকাল বাজারের বাবু সরদার এর ঘর থেকে ১৭০ লিটার বাংলা মদ উদ্ধার করে। এ সময় শেরপুর কলেজ রোড নিবাসী সুকুমার দত্ত (৫৫) পিতা- মৃত সুরেশ দত্তকে মদ বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকুমার দত্ত, শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা। উক্ত মাদক বিরোধী অভিযানে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপ-পুলিশ পরিদর্শক তন্ময় কুমার বর্মণ, সহকারী উপ-পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম সহ শেরপুর থানার সঙ্গীয় ফোর্স অংশগ্রহন করেন।
এপ্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান বলেন, অবৈধভাবে দেশি মদ বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।