খুশিতে কাঁদতে কাঁদতে শিক্ষিকার মৃত্যু!

123

অনলাইন ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোটে শামীমা আক্তার নামে অবসরপ্রাপ্ত শিক্ষক খুশির সংবাদে আবেগাপ্লুত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলা সদরের বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

জানা যায়, ১৯৮৫ সালে শামীমা আক্তার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা করেন। মাঝখানে আইনি জটিলতায় তিনি সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত হন। দীর্ঘ ২০ বছর আইনি লড়াই শেষে মামলার রায় তার পক্ষে আসলেও সরকারি বেতনভাতা বন্ধ থাকে। ২০১৬ সালে তিনি বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে নাঙ্গলকোট জনতা ব্যাংকে এমপিও সিটে তার নাম ও বকেয়া বেতন ১০ লাখ ১৪ হাজার ১২০ টাকা যুক্ত হওয়ার সংবাদ পেয়ে তিনি খুশিতে কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেন। ওই শিক্ষকের স্বজনরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই। যেহেতু কোনো হত্যাকাণ্ড না, সেহেতু কেউ অভিযোগ দায়ের করেনি। তবে, এমনটা ঘটতেও পারে।