টিকা নিয়ে পেলেন এমপির উপহার শাড়ি-লুঙ্গি

141

অনলাইন ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে করোনা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। টিকা গ্রহণকারী ৪১জন নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি দিয়েছেন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুল কুদ্দুস এমপি।

সরকারিভাবে রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কেন্দ্রের উদ্বোধন শেষে ডাক্তার, নার্স, বীর মুক্তিযোদ্ধাসহ রেজিস্ট্রশনভুক্ত ৪১জনকে টিকা দেওয়া হয়। এ সময় ইউএনও মো. তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আকতার, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘অক্সফোর্ডের টিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ ও গ্রহণযোগ্য। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। করোনামুক্ত থাকতে সবাইকে পর্যায়ক্রমে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।’