শিবগঞ্জের মোকামতলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

157

শাহজাহান আলীঃ শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বিট পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদের আয়োজেন স্হানীয় স্কুল মাঠে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ছিদ্দিকী।
প্রধান অতিথি বলেন, থানা
সকলের জন্য উম্মুক্ত, আইনি সেবা নিতে দালালের প্রয়োজন নেই। থানায় যেতে কারো কোন সহযোগিতা লাগেনা। থানায় আসতে কোন দালালের প্রয়োজন নেই। আমার অফিস আপনাদের আইনি সেবা দেওয়ার জন্য আমার
অফিসের দরজা সবসময় খোলা।আপনারা নির্দিধায় আমার অফিসে যেতে পারবেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্চা সেবকলীগের সভাপতি আহসান হাবিব সবুজ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রাজা চৌধুরী।ইউপি সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোকামতলা ইউনিয়ন বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত অফিসার এস আই আনিছুর রহমান আনিছ, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আল- আমিন, আঃ জলিল, দুলাল, পান্না, হেলেনা, ইউপি সচিব হেলাল হাফিজ, উদ্যোক্তা ইউসুফ আলীসহ প্রমুখ।