শেরপুরে মির্জাপুর বাজারের চুরির দায়ে যুবক আটক

160

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরের মির্জাপুর বাজারে মুদির দোকানে চুরির মামলায় ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মিস্টার (২৬) নামের এক চোরকে আটক করেছে থানা পুলিশ। মুদি দোকানের মালিক আব্দুর রাজ্জাক থানায় মামলা দেয়ার পর তাকে আটক করা হয়।

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের সবদের আলীর ছেলে আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মির্জাপুর বাজারে
মুদির দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। প্রতিদিনে ন্যায় গত ৮ ফেব্রুয়ারি দোকান বন্ধ করে বাড়ি চলে যায়।

সুযোগ বুঝে চোর মিস্টার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে রাত ২ টার দিকে ওই দোকানে প্রবেশ করে নগদ ২০ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ধরনের সিগারেট যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে যায়। একইসাথে দোকানের সিসিটিভি ভাংচুর করে প্রায় ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে।

মির্জাপুর বাজারের নাইটগার্ড আবু হানিফ দোকানের সাটার খোলার শব্দ শুনে এগিয়ে যায়। এক পর্যায়ে তাকে ধরতে গেলে সে ধস্তাধস্তি করে পালিয়ে যায়।

এ ঘটনায় দোকানের মালিক আব্দুর রাজ্জাক বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করলে ১১ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে মির্জাপুর এলাকা থেকে চোর মিস্টারকে আটক করে শেরপুর থানা পুলিশ।

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মামলার প্রেক্ষিতে চোর মিস্টার কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।