শেরপুরে মুক্তিযোদ্ধা বাছাইয়ে ৯ জন বাদ,২জন দ্বিধাবিভক্তি তালিকায়

134

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে ৯ জন মুক্তিযোদ্ধাকে বাদ দিয়েছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি এবং ২ জন দ্বিধাবিভক্তির তালিকায় রয়েছেন। স্বাক্ষী হাজির করতে না পারায় এবং দুই উপজেলায় গেজেটভুক্ত হওয়ায় তাদের বাদ দেয়া হয়েছে।

জানা যায়, সারা দেশের ন্যায় শেরপুর উপজেলাতেও মুক্তিযোদ্ধাদের নিয়মিত করণের লক্ষে বেসামরিক গেজেটভুক্ত ৯৪ জন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই অুনষ্ঠিত হয়।

যাচাই বাছাই শেষে খানপুর ইউনিয়নের ভীমজানি গ্রামের মৃত মালেক উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম রব্বানী (গেজেট নং ১৮৮৩), খাগা গ্রামের মৃত রহিমুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম (গেজেট নং ২৫১৫), মির্জাপুর ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের মৃত কাদের আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মৃত নুরুল হক (গেজেট নং ২৫২১), কুসুম্বী ইউনিয়নের উচুল বাড়িয়া গ্রামের মৃত লাল মাহমুদ মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা মৃত আজাহার আলী (গেজেট নং ২৫৩৯), শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের মৃত হরমজ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোতা (গেজেট নং ২৫১৯), খন্দকার টোলা গ্রামের মৃত আঃ রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো: মোফাজ্জল হোসেন (গেজেট নং ২৫২০), ধড়মোকাম গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. আনার আলী (গেজেট নং ১৮৮৫), শেরপুর পৌর শহরের টাউন কলোনী এলাকার মৃত সবরতুল্ল্যাহর ছেলে বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক (গেজেট নং ২৫৩২), নয়াপাড়া এলাকার মৃত শাবাজ আকন্দের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. শাহা আলী (গেজেট নং ২৫৩০) কে বাদ দিয়েছেন যাচাই বাছাই কমিটি।