শিবগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

164

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি রাত ১২.১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পক স্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, উপজেলা পরিষদের পক্ষ থেকে ভাষা শহীদের স্মরনে পুষ্পক স্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবগঞ্জ থানার পক্ষ থেকে পুষ্পক স্তবক অর্পন করেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, পুলিশ (তদন্ত) হরিদাস মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে পুষ্পক স্তবক অর্পন করেন ডা. তারক নাথ কুন্ডু, পৌরসভার পক্ষ থেকে পুষ্পক স্তবক অর্পন করেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, নব-নির্বাচিত কাউন্সিলর আজাদ, রবিউল ইসলাম, রুহুল আমিন সরকার, সংরক্ষিত মহিলা সদস্য মিনারা বেগম, ওলেদা বেগম ও শামছুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুষ্পক স্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান, কৃষকলীগের পক্ষ থেকে পুষ্পক স্তবক অর্পন করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর মাস্টার, ছাত্র লীগের পক্ষ থেকে পুষ্পক স্তবক অপূন করেন শাহিদুল ইসলাম সানি, রায়হান, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে পুষ্পক স্তবক অর্পন করেন হেলাল। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুুষ্পক স্তবক অর্পন করেন।