২১ মানে

251
মোঃ মহিউদ্দিন ফারুক অপু
২১ মানে মায়ের ভাষায় “মা” বলা,
২১ মানে বাক স্বাধীনতা রক্ষা।
২১ মানে লোমহর্ষক উত্তেজনার ইতিহাস।
২১ মানে অধিকারের তপস্যা।
২১ মানে তাজা টগবগে রক্ত।
২১ মানে স্লোগানে মিছিলে ব্যক্ত।
২১ মানে রাজপথের জবানবন্দি।
২১ মানে মৃত্যুর সাথে সন্ধি।
২১ মানে হার না মানা সেই মিছিল।
২১ মানে রাইফেল নলে চোখ রেখে পথ চলা
২১ মানে হাতে হাত রেখে বাংলা বাংলা বলা।
২১ মানে আগ্রাসী সেই বুলেট।
২১ মানে রক্ত দেবার নেশায় প্রকাশ্য বুক।
২১ মানে রাজপথে ঝরে পড়া রক্তে,
বাংলা অর্জনের সুখ।
২১ মানে ভাই হারানোর দ্বীপ্ত অঙ্গীকার।
২১ মানে “বাংলা ভাষা” আমার।