একটি হুইল চেয়ার হতে পারে স্বপনের মুখের হাসির কারণ

190

মোঃ জাকির হোসেন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিপুর বারুইপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে স্বপন। ১২ বছর বয়সের এই কিশোর জন্ম থেকেই প্রতিবন্ধী। তিন ছেলেমেয়ে এবং স্বামী-স্ত্রী মিলে ৫ জনের সংসার তার। স্বপনের বাবা একজন হোটেল শ্রমিক। পরিবারের অন্য দু ভাই বোনের মতো স্বপন বাইরে যেতে পারে না। নীরবে বসে থাকে প্লাস্টিকের চেয়ারে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি স্বপনের বাবা দিন এনে দিন খাওয়া কায়ক্লেশে দিন অতিক্রম করা একটি মানুষ। তিনিও চান তার সন্তান ঘরের বাইরে যাক। কিন্তু ক্ষুদ্র আয়ে সম্ভব হয়নি একটি হুইল চেয়ার কিনে দেওয়ার। স্বপনের বাবা বলেন আমার সংসারে আয়-রোজগার করার জন্য আমি ব্যতীত আর কেউ নেই। আমার সামান্য আয়ে আমি সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। ছেলের যদি একটা হুইল চেয়ার থাকতো তাহলে আমার কষ্ট একটু লাঘব হতো। কোনো সহৃদয় ব্যক্তি যদি এ ব্যাপারে আমাকে সহায়তা করেন, তাহলে সারাজীবন তার জন্য কৃতজ্ঞ থাকতাম। তাই সরকারসহ হৃদয়বান মানুষের কাছে একটি হুইল চেয়ার ও আর্থিক অনুদান কামনা করেছেন তিনি।

যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৬৩-১৮৬৬৮৫