শিবগঞ্জে উথলী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত

193

শাহজাহান আলীঃ শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উথলী যুব উন্নয়র সংঘের আয়োজনে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট২০২১ অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ( রবিবার) বিকাল পোনে ৫ টার সময় শিবগঞ্জ সদর ইউনিয়নের উথলী উচ্চ বিদ্যালায় মাঠে ৬নংওয়ার্ড ইউপি সদস্য ও উথলী যুব উন্নয়ন সংঘের সভাপতি মোঃ ফজলার রহমান আকন্দের সভাপতিত্ব খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমানে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ (এম এ)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ তাজমিনুর রহমান,মোঃ আবেদিন শেখ,মোঃ জাকির মন্ডল,মোঃ আজিজার রহমান খলিফা,শ্রী তন্ময় প্রামানিক।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ হারুনুর রশিদ সহকারী প্রধান শিক্ষক উথলী উচ্চ বিদ্যালয়, সমাজ সেবক মোজাম্মেল হক,
বিকাল পোনে ৫ টায় শিবগঞ্জ প্রটিং ক্লাব ও উথলী উচ্চ বিদ্যালয়ের ২০২০ ব্যাচের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা প্রথন পুরস্কার ১ টি খাশি ২য় পুরস্কার ১ টেলিভিশন।
খেলার শিবগঞ্জ প্রটিং ক্লাব ও উথলী উচ্চ বিদ্যালয়ের ২০২০ ব্যাচ অংশ গ্রহণ করে। উথলী উচ্চ বিদ্যালায় ২০২০ ব্যাচ শিবগঞ্জ প্রটিং ক্লাবে কে
৩-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।

প্রধান অতিথি তিনি তার বত্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলারও করতে হবে। এই সমাজ থেকে মাদকসহ নিশা জাতীয়দ্রব্য রোধে যুব সমাজক
এগিয়ে আসতে হবে। পরিশেষে প্রধান অতিথি বিজয়ী দলকে একটি খাশি ও পরাজিত দলকে একটি টেলিভিশন পুরস্কার
হিসাবে তুলে দেন। এই খেলাটি আয়োজন করার জন্য উথলী যুব উন্নয়ন সংঘের সকল সদস্যদেরকে প্রধান অতিথি আব্দুল ওয়ারেছ আকন্দ অভিনন্দ জানান।
এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, যুবদল নতা আব্দুর রহমান, জুয়েল,মিন্টু, শাহীন,খাজা মিয়া,সহিদুল
মিজানুর, শফিক ও মাহবুর।
খেলায় রিফারী হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম, সহকারী রিফারী হিসাবে ছিলেন
জিন্নাহ ও জুয়েল এবং ধারাবিবরণীতে ছিলেন মুসা মিয়া।