বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল- মজনু

589

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন ১৯৭১ সালের ৭ ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি সেনাবাহিনীর হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকন্ঠে ঘোষণা করেন “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।” ইউনেস্কো বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।  বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন আজ । ৫০ বছর আগে রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র। লাখো লাখো মানুষের গগনবিদারী শ্লোগানে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল ।সেদিন উড়েছিল পতপত করে  বাংলাদেশের  মানচিত্রে লাল সবুজের পতাকা।বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদাও অর্জন করেছে। তিনি রোববার সকাল সাড়ে আটটায় ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ মকবুল হোসেন, টি জামান নিকেতা, এডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, এডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, এডভোকেট তবিবুর রহমান তবি, এডভোকেট সাইফুল ইসলাম, শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, শেরিন আনোয়ার জর্জিস, অ্যাডভোকেট শফিকুল আলম আক্কাস, আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মোমিন তারিক, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, এম এ বাসেদ, আতিকুর রহমান, অ্যাডভোকেট নরেশ মুখার্জি, আবু সুফিয়ান শফিক, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, অধ্যক্ষ শামসুল আলম জয়, অধ্যক্ষ আহসানুল হক, তৌহিদুল করিম কল্লোল, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম বুলবুল, আব্দুল্লাহ আল-ফারুক, আলমগীর হোসেন স্বপন, সোহরাব হোসেন সান্নু, গৌতম কুমার দাস, খাদিজা খাতুন শেফালী, সুরাইয়া  নিগার ডরথি, আব্দুস সালাম,  আলমগীর বাদশা, শুভাশিস পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, এডভোকেট লাইজিন আরা লিনা, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাসেল আহমেদ কনক,  রাশেদুজ্জামান রাজন প্রমুখ।