শিবগঞ্জে আতাউর গংদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

173

শাহজাহান আলীঃশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের বড়াইল বাকসন পশ্চিমপাড়া গ্রামবাসীর আয়োজনে আতাউর রহমান গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৭ মার্চ( রবিবার) সকাল ১১টার সময় উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের বড়াইল বাকসন পশ্চিমপাড়া গ্রামবাসীর আয়োজনে আতাউর রহমান ও তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে প্রায় ১ কিলোমিটার পাকা রাস্তায় দাড়িয়ে এলাকার শত শত নারী ও পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে উপস্হিত ছিলেন স্হানীয় ইউপি সদস মাসুম বিল্লাহ,এলাকাবাসী জবেদ আলী,আজিজার রহমান,আব্দুল জলিল,জয়নাল আবেদিন,রোস্তম আলী,হারুন রশিদ, দুদু মিয়া, এনামুল হক, শফিকুল ইসলাম, মোজাম্মেল হোসেন, হামেদ আলী,জসিম উদ্দিন , আহম্মদআলী,
সেকেন্দার আলী,মোয়াজ্জেম হোসেন,মোফাজ্জল হোসেন, মাজেদা বিবি, লিলি বিবি,মর্জিনা বিবি,হেলেনা খাতুন,লাইলী খাতুন,
,মমতা খাতুন,দিলেরা বিবি, মৌসুমী খাতুন,আছিয়া বিবি,বিউটি খাতুন,মাজেদা বিবি,হাওয়া বিবি,মহিমা খাতুন,রেহেনা খাতুন, নুরজাহান,মরিয়ম,
আনোয়ারাসহ প্রমূখ।
মানববন্ধনে ইউপি সদস্যসহ এলাকাবাসী অভিয়োগ করে বলেন,বড়াইল বাকসন গ্রামে আমরা ১৭০ ঘর পরিবার বসবাস করি।এই গ্রামে বাসিন্দা ফারুক হোসেন, ফারুক হোসেনের পিতা জালাল উদ্দিন, জালাল উদ্দিনের স্ত্রী জহুরা বিবি ও ফারুক হোসেন স্ত্রী তারা বিবি এলাকার অসৎ প্রকৃতির
মানুষ। তাদের কাজ কর্ম হল সাধারণ মানুষকে বিপদে ফেলে মিথ্যা মামলা মোকর্দ্দমায় ফাঁসিয়ে ফায়দা হাসিল করা।অর্থ হাতিয়ে নেওয়াসহ ফারুক তার পিতার নির্দেশে কেউ,কিছু বললেই তার চুরি করাসহ ভয়ভীতি ও মারপিট করে। তাদের এসমস্ত অন্যায় কাজের
কথা বলতে গেলেই মিথ্যাসহ অনৈতিক কাজের অপবাদ ও মামলা কারার হুমকি দেয় তারা।তাদের আপন চাচা আফজাল হোসেনকে পারিবারিক কলহের কারণে মারপিট করে হাত পর্যন্ত ভেঙে দিয়েছে। তারা এত জঘন্ন যে আপন চাচাও তাদের হাত থেকে রিহায় পায়নি। এনমকি তারা প্রশাসনকেও মানতে চায় না।
এরই ধারাবাহিকতায় তারা আমাদের এলাকায় গ্রামের রাজত্ব কায়েম করে চলছে। দিন দিন তাদের সাহস,বেড়েই চলছে। আতাউর রহমান একজন সহজ সরল প্রকৃতির মানুষ তাকেসহ তার আত্মীয় স্বজমকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। গ্রামবাসীর কোনো কথাই তারা মানতে চায়না। গ্রামবাসীরাও তাদের কাজে কর্মে অতিষ্ঠ। তাদের নির্যাতন সহ্য করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।তাই আমরা গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই মানববন্ধন মাধ্যমে অনতিবিলম্বে অসহায় আতাউর রহমান ও তার আত্মীয় স্বজনদের ওপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করণসহ এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্যা আমরা
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।