রুদ্র অয়ন’র কবিতা   একাকী একজন

305
রুদ্র অয়ন’র কবিতা  
একাকী একজন
গভীর রাতে
একাকী অন্ধকারে
বসে থাকতে আর
ভয় করেনা মোটেই
আবার ভালোও লাগেনা।
তথাপি বসে
জোনাকীর
আসা যাওয়া দেখি,
মেঘের আড়ালে
লুকিয়ে থাকা চাঁদটাকে খুঁজি।
মেঘের কোলে চাঁদটা
উকি মেরে দেখেই
আবার লুকিয়ে যায়।
আমাকে দেখে হয়তো তার
ভালো লাগেনা।
বুকের পাঁজর থেকে
হারিয়ে যাওয়া কাকে যেন
খুঁজে ফিরি একাকী আনমনে!
খুঁজতে খুঁজতে
রাত পেরিয়ে
ভোর হয়ে যায়
আর ক্লান্ত- শ্রান্ত চোখে
নেমে আসে ঘুমের দিবাস্বপ্ন!
ভোরের আলো
আমাকে অন্ধকারে নিয়ে যায়!
আর রাতের আঁধারে
আজকাল যেনো আমি
একাকী রাত জাগাপাখী।